প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়নগরে জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসেকুর রহমান, বিজয়নগর ,

ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে আজ রোজ বুধবার (০১-১০-২০২৫ইং) জাকের পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি জননন্দিত জননেতা জনাব সেলিম কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব নিজাম উদ্দিন আহমেদ রুমেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির হিন্দু ভক্তফ্রন্টের সভাপতি বাবু রাখেশ দাস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও বিজয়নগর উপজেলা জাকের পার্টির সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন চান্দুরা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জনাব মোঃ আশেকুর রহমান।

সভায় নেতৃবৃন্দ বলেন, জাকের পার্টির লক্ষ্য জনগণের কল্যাণে কাজ করা। এজন্য স্থানীয় পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে। তারা ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়