
সিরাজুল ইসলাম
জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পুলিশের হাতে তিন লক্ষ টাকার এক হাজার পিছ ভারতীয় পাতার বিড়ি জব্দ হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়। বাকি দুই জন পালিয়ে যায় বলে জানা যায়।
(২৯ সেপ্টেম্বর)
সোমবার বিকালে উপজেলার আউলিয়া বাজার থেকে এই অবৈধ বিড়ির চালান জব্দ করা হয়।
বিড়ির চালানের সাথে গ্রেফতারকৃত ব্যক্তি হলো, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়ার সুরুজ মিয়ার ছেলে সাজনু মিয়া (৪০)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়, পলাতক আরো দুইজন আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহনের পরে আদালতে প্রেরণ করা হয়েছে।