প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩, দোয়া কামনা পরিবারের

মো:ওসমান গণী :শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশ ছত্র গ্রামের মোটরসাইকেল আরোহী মো. জাহাঙ্গীর আলমসহ তিনজন ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মোকামতলা ইউনিয়নের গণেশপুর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চল্লিশ ছত্র গ্রামের দিলবর মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম। পথিমধ্যে একটি অটোভ্যান তাদের ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেলের ওপর উঠে যায়। মুহূর্তেই ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত জাহাঙ্গীর আলমসহ মোট তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোকামতলা নাইচ চিকিৎসালয়ে ভর্তি করেন।

আহতদের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন—আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়