
মোশারফ হোসেনঃ
“আগামী তারুণ্যের বাংলাদেশ গড়ার শপথ, তারুণ্যের নেতৃত্বে হবে বাংলাদেশ”—দেশনায়ক তারেক রহমানের এই অঙ্গীকারকে বুকে ধারণ করে প্রবাসে রাজনীতিকে আরও সুসংগঠিত করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন নরসিংদীর কৃতি সন্তান আশিক খন্দকার। সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাপান কানসাই ইউনিটের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাপানের কোবে ও হিয়োগো কেন অঞ্চলে অবস্থানরত প্রবাসীরা জানাচ্ছেন, আশিক খন্দকার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। ছাত্র রাজনীতির হাতেখড়ি হয় বাংলাদেশে অবস্থানকালে। পরবর্তীতে প্রবাসে এসেও তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
কানসাই ইউনিটে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর আশিক খন্দকার বলেন, “আমার জীবনের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি, বাংলাদেশে তারুণ্যের নেতৃত্বই আগামী দিনের পরিবর্তনের চালিকাশক্তি হবে।”
স্থানীয় বিএনপি নেতারা আশিক খন্দকারের নির্বাচনে আনন্দ প্রকাশ করে বলেছেন, তার নেতৃত্বে কানসাই ইউনিটে বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রবাসে থেকেও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী ছাত্রসমাজের সম্পৃক্তি বাড়াতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
নরসিংদীর সন্তান আশিক খন্দকারের নির্বাচনে শুধু প্রবাসী ছাত্র সমাজই নয়, দেশেও তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাই মনে করছেন, এ ধরনের তারুণ্যের নেতৃত্বই আগামী দিনের বাংলাদেশ গঠনে ইতিবাচক প্রভাব রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান কমিটির সভাপতি মীর রেজাউল করিম রেজা, ও
সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনির স্বাক্ষরিত একটি চিঠিতে ৭জনকে নির্বাহী কমিটি করে নাম ঘোষণা করা হয়। বাকী পূর্ণাঙ্গ কমিটি ৯০ দিনের মধ্যে করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান কমিটির সভাপতি মীর রেজাউল করিম রেজা, ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনির স্বাক্ষরিত একটি চিঠিতে ৭জনকে নির্বাহী কমিটি করে নাম ঘোষণা করা হয়। বাকী পূর্ণাঙ্গ কমিটি ৯০ দিনের মধ্যে করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
নির্বাহী কমিটিতে শাহাদাত স্বপন (ওসাকা), সভাপতি, মেহেদী হাসান ঢালী জজ (কিউতো) সিনিয়র সহ সভাপতি, মিনহাজুল হক সরকার (হিয়োগো কেন, কোবে)
সাধারণ সম্পাদক, শায়খুল ইসলাম সাজন (ওসাকা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আশিক খন্দকার (হিয়োগো কেন, কোবে) সাংগঠনিক সম্পাদক, ইমরান শরিফ (ওসাকা) দপ্তর সম্পাদক, মিয়াদুল ইসলাম খান (ওসাকা) প্রচার সম্পাদক।