প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের ভোটার নিবন্ধনে আশানুরূপ সাড়া নেই,এ কথা বলেছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অধিদফতরের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবির।

বিপ্লব হোসেন, স্টাফ রিপোর্টারঃ

তিনি বলেন,“আমরা বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি ও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করছি। কিন্তু যেভাবে সাড়া পাওয়ার আশা করেছিলাম, সেটা এখনও পাইনি।”

তিনি আরও জানান, এখনও অনেক প্রবাসী ভোটার হওয়ার গুরুত্ব বুঝছেন না বা উদ্যোগ নিচ্ছেন না। অথচ ভোটার হওয়া মানে দেশের নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠা করা। এনআইডি থাকলে তারা বিদেশে অনেক সরকারি-বেসরকারি সেবাও সহজে পেতে পারেন।”

মূল চ্যালেঞ্জগুলো তিনি যে বিষয়গুলো উল্লেখ করেন:

তথ্য ঘাটতি, আগ্রহের অভাব এবং বিদেশে অবস্থানকালীন বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা সহ নানা জটিলতা রয়েছে। 

এছাড়াও তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সচেতনতা বাড়লে এবং দূতাবাসগুলো আরও সক্রিয় হলে আগামী দিনে প্রবাসীদের অংশগ্রহণ বাড়বে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়