মোঃরাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর দূর্গাপুরে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার আবাসিক মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ, এছাড়াও মেডিকেল ক্যাম্পে দুর্গাপুর উপজেলা শাখা বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, এই ধরনের জনকল্যাণ মূলক উদ্যোগ মানুষের মাঝে সচেতনতা বাড়ায় এবং স্বাস্থ্য সেবাকে আরও সহজলভ্য করে তুলে এছাড়াও রক্তদান একটি মহৎ কাজ যা মানবিক দায়িত্ববোধ থেকে উৎসাহিত হওয়া উচিত। এধরণের জনসেবা মূলক কাজে উপজেলা প্রশাসন সব সময় সবার পাশে থাকবে।
ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ নানা চিকিৎসাসেবা প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।