
মোঃ ফেরদৌস হোসেন
উপজেলা প্রতিনিধি, বদলগাছী, নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সমৃদ্ধী কর্মসূচির আওতায় মেডিসিন ও চর্ম-যৌন রোগ বিষয়ক একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ৯ টা থেকে কার্ত্তিকাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৩৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগীতায় এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে এই স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উপজেলা কর্মসূচী সমন্বয়কারী সাথী বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা সুরভী আক্তার, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ তরিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক- আশা, গীতা, বৃষ্টি, বাঁধন, শিমু, আকলিমা, মিতু, লিজা এবং শিক্ষিকা- সবিতা, স্বপ্না, মেমি, পপি।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন: যথাক্রমে ডাঃ মোঃ ফরহাদ হোসেন এমবিবিএস(বিসিএস)
এফসিপিএস, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা ও ডাঃএস এম তাহা
এমবিবিএস (ঢাকা), (চর্ম), পিজিটি (ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল)।
কর্মসূচী সমন্বয়কারী সাথী বেগম জানান, এ কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে স্বাস্হ্য সেবা বঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্হ্য সেবা প্রদান এবং রোগ সম্পর্কে স্বাস্হ্য সচেতনা বৃদ্ধি করা।