
কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
তারিখ- ২২.০৫.২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন কর্তৃক বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়মাইল এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে নয় মাইল এলাকা ও আশপাশের ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন।
দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি) এর নির্দেশনায় (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম জানান, সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে পিছিয়ে পড়া ও অসহায় নারী-পুরুষ ও শিশুদের জন্য আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এমন জনসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।