
মোঃ রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টার
শনিবার দুপুরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আহমেদ দুলাল এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুন আল রশীদ সদ্য সাবেক সভাপতি ড্যাব কেন্দ্রীয় কমিটি।
ড্যাবের নির্বাচন কে সামনে রেখে এই আয়োজন করা হয়।এসময় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং গণস্বাস্থ্য মেডিকেল কলেজ এর ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
ড্যাবের সদ্য সাবেক সভাপতি হারুন আল রশীদ বলেন,আমরা এতদিন নির্যাতনের শিকার ছিলাম। স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না।স্বৈরাচার সরকার আমাদের কে ভয়ভীতি দেখিয়ে সব সময় জুলুম নির্যাতন করে আসছে।আমরা এখানে সবাই নির্যাতিত। আগামীর ড্যাবের নির্বাচনে তার প্যানেলের জন্য ভোট চেয়েছেন।
ড্যাবের ঢাকা জেলার সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, এই সংগঠন আগামীতে আরও ভালো কিছু করবে।আমাদের একত্রিত হতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে সব সময় নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ এর ডাক্তার মনিরুল ইসলাম, ডাক্তার রাফি, ও ডাক্তার জাহাঙ্গীরসহ অনেকেই উপস্থিত ছিলেন।