
মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত ও ২৯ মামলার পলাতক আসামি মোঃ বশির ওরফে কামরুল হাসান ওরফে জুয়েল (৫৩) কে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর শাহজাহানপুর থানাধীন ঝিলপাড়ে শাহাদাত হোসেনের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, বশিরের বিরুদ্ধে শাহজাহানপুর, পল্টন, তেজগাঁও, মতিঝিল ও রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ২৬টি মামলাসহ মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে শাহজাহানপুর থানার একটি মামলায় আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
দীর্ঘদিনের ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার পর অবশেষে শনিবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায় সক্রিয় থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।