প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাককানইবি বিজনেস ক্লাবের ৩য় কমিটি প্রকাশ : নেতৃত্বে অনিক–আসাদ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিজনেস ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অনিক চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ক্লাবের অ্যানুয়াল রিসিপশন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

নতুন কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সিনিয়র সহ-সভাপতি শুক্কুর আলী, সহ-সভাপতি মো. নয়ন, কোষাধ্যক্ষ শিশির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাওল করীম এবং সাংগঠনিক সম্পাদক টিংকি সাহা।

কমিটি ঘোষণা করেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল মোমেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা হিসেবে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম জনি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. শামসুজ্জামান এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান। এ ছাড়া বিজনেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরাও অংশ নেন।

অনুষ্ঠানে ‘একটিভ বিজনেস সিটিজেন’ থেকে নতুন টিম কো-অর্ডিনেটর নির্বাচন করা হয় এবং নতুন বিজনেস সিটিজেনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ করে সভাপতি অনিক চন্দ্র কর বলেন, “বিজনেস ক্লাবকে একটি শক্তিশালী শেখার ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্মে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিজনেস ক্লাবকে আরও কার্যকর সংগঠনে রূপ দেওয়া সম্ভব। সামনে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়