
রাকিব ইদ্রিস
১ অক্টোবর (বুধবার) বিকেল ৫টায় রাজধানীর দক্ষিণখান থানার অন্তর্গত বটতলা মোল্লার টেকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিলউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এম কফিলউদ্দিন আহমেদ বলেন, “আমি আপনাদের সন্তান, দক্ষিণখান থানার সন্তান। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, পাশে থাকেন এবং দোয়া করেন, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদে যেতে চাই।”
তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের প্রধান দাবি হচ্ছে সুষ্ঠু রাস্তা-ঘাট ব্যবস্থা। নির্বাচিত হলে আমি রাস্তা-ঘাট উন্নয়ন থেকে শুরু করে আইন-শৃঙ্খলা সংস্কার, কিশোরগ্যাং দমন ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ তুলে কফিলউদ্দিন বলেন, “খাদ্য, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা—একজন মানুষের জীবনের প্রতিটি মৌলিক চাহিদার সমাধানই রয়েছে এই ৩১ দফায়। জনগণের দৈনন্দিন জীবনের সব প্রয়োজন মেটানোর অঙ্গীকারই এই কর্মসূচিতে প্রতিফলিত হয়েছে।”
বৈঠকে দক্ষিণখান থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।