প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসামে আইটি প্রতিষ্ঠান "গ্রাফিক আইটি বিডি"র উদ্বোধন

হামিদুল ইসলাম, 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 

তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার অঙ্গীকার নিয়ে কুমিল্লার লাকসামে যাত্রা শুরু করল নতুন আইটি প্রতিষ্ঠান গ্রাফিক আইটি বিডি। 

বুধবার (১ অক্টোবর) বিকালে লাকসাম বাইপাসের পেয়ার গার্ডেনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর ও লাকসাম প্রেসক্লাব সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ। 

গ্রাফিক আইটি বিডি’র ফাউন্ডার ও সিইও শাহাদাত হোসেন সজিবের সভাপতিত্বে 
গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন গ্রাফিক্স ডিজাইনার ও ফাইভার এক্সপার্ট রাকিবুল ইসলাম, ট্রেডেক্স-এর সিইও ও ফাইন্যান্স এক্সপার্ট মাহফুজ আজিম, ফাইভার টপ লেভেল সেলার জাহিদুল ইসলাম এবং লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক যুগে টিকে থাকতে আইটি জ্ঞান অর্জন অপরিহার্য। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে স্বাবলম্বী করে তুলবে এবং দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এখানে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অনলাইন প্ল্যাটফর্মে বাস্তব কাজের সুযোগ করে দেওয়া হবে। শুধু শেখানো নয়, ইনকামের বাস্তব নিশ্চয়তাই গ্রাফিক আইটি বিডি’র বিশেষ বৈশিষ্ট্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়