প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকলা-নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে বিএনপি নেতা ফজলুর রহমান তাঁরা

জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর 


শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শেরপুর জেলা  সিনিয়র -যুগ্ম আহ্বায়ক ও নকলা-নালিতাবাড়ী আসনের এমপি প্রার্থী জননেতা ফজলুর রহমান তাঁরা।

‎পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে পূজা মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

‎এ সময় তিনি বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল। আমাকে যদি নকলা-নালিতাবাড়ীর এমপি হিসেবে মনোনীত করা হয়, তাহলে এই অঞ্চলে কেউ সন্ত্রাসী হতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ নির্যাতিত বা নিপীড়িত হবে না। এ নিশ্চয়তা একমাত্র বিএনপিই দিতে পারে।”

‎তিনি আরও বলেন, “বাংলাদেশ কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু রাষ্ট্র নয়। এ দেশ সব নাগরিকের, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। এই চেতনা ও সংস্কৃতিই আমাদের ধারণ করতে হবে।”

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে জানান  যে পূজা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

‎পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়