
জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর
শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শেরপুর জেলা সিনিয়র -যুগ্ম আহ্বায়ক ও নকলা-নালিতাবাড়ী আসনের এমপি প্রার্থী জননেতা ফজলুর রহমান তাঁরা।
পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে পূজা মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল। আমাকে যদি নকলা-নালিতাবাড়ীর এমপি হিসেবে মনোনীত করা হয়, তাহলে এই অঞ্চলে কেউ সন্ত্রাসী হতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ নির্যাতিত বা নিপীড়িত হবে না। এ নিশ্চয়তা একমাত্র বিএনপিই দিতে পারে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু রাষ্ট্র নয়। এ দেশ সব নাগরিকের, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। এই চেতনা ও সংস্কৃতিই আমাদের ধারণ করতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে জানান যে পূজা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।