প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসবে মন্দির পরিদর্শন করলেন মান্দা উপজেলা  স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন

আরিফুল ইসলাম আরিফ 

রিপোর্টার্স নওগাঁ 

নওগাঁর মান্দায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আজ  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  পূজামণ্ডপগুলোতে গিয়ে সকলের সাথে  শুভেচ্ছা  বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় সফর সঙ্গী হিসেবে ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ–ছাত্রবিষয়ক সহকারী সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক একরামুল হক সিজার এবং প্রচার সম্পাদক মাহামুদুল হাসান।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে মোশারফ হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। 

সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হোক।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। এলাকাবাসীর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ সমাজকে স্বাবলম্বী করে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, আপনাদের সমর্থন নিয়ে আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়তে সক্ষম হবো।”
পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীরা এ সময় তাঁকে ধন্যবাদ জানান এবং শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়