প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরদোলা না যেন নাগরনরক! গাজীপুরে অনুমতিহীন মেলায় হেলে পড়ল যমদ্বার, আহত অন্তত ৫

হাফিজুর রহমান গাজীপুর 

গাজীপুরের শিমুলতলীতে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে নাগরদোলায় উঠেছিল ২৫-৩০ জনের দল। কে জানত, স্বপ্নের এই ভ্রমণ শেষ হবে দুঃস্বপ্নে? মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত জায়গায় আয়োজিত 'ক্ষুদ্র ও কুটির' নামধারী বিশাল মেলায় ঘটে গেল এক লোমহর্ষক ট্র্যাজেডি। নাগরদোলা হেলে পড়ে আহত অন্তত ৫, বাকিদের ভাগ্য— কেবল উপরওয়ালা জানেন!

হঠাৎ কেঁপে উঠল মেলা চত্বর। শব্দ হল ধড়াস! রক্ত, চিৎকার আর বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে গেল উৎসবের রঙ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়েকদিন ধরেই চলে আসছিল এই অবৈধ ‘আনন্দ মেলা’। অনুমতির তোয়াক্কা না করে খোলা মাঠে, বালুর উপর দাঁড়িয়ে থাকা নাগরদোলাটি ছিল সময়ের বোমা! বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জনতা ভিড় জমায় নাগরদোলায়, আর সেখানেই ঘটে বিপর্যয়।

ঘটনার পরপরই শুরু হয় আরেক নাটক। কড়া নিরাপত্তায় আহতদের সরিয়ে নেয়া হয় কোথায় যেন— কেউ জানে না। সাংবাদিকরা ছবি তুলতে গেলেও বাধা। কেউ বলছে, ‘বাহির যান! এটা সেনাবাহিনীর এলাকা!’ কেউ আবার জানে না কে দিল অনুমতি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদ সরেজমিনে জানালেন, “বালুর উপর এত বড় নাগরদোলা বসানো নিয়ম না। এটা কার অনুমতিতে হলো, সেটাই বড় প্রশ্ন।”

পুলিশ বলছে, ‘আমাদের কিছুই জানানো হয়নি’।
জেলা প্রশাসনের লোকজন বলছে, ‘আমরা কিছুই পাইনি।’
মেলা আয়োজকরা বলছে, ‘সেনাবাহিনী অনুমতি দিয়েছে।’
আর ক্যান্টনমেন্ট বোর্ড বলছে, ‘আমরা শুধু জানতাম, অনুমতি দেইনি।’

এ যেন ‘সবাই জানে, কেউ কিছু জানে না’ নাটকের জীবন্ত রূপ! কে দিল অনুমতি? কোথা থেকে এলো এই নাগরনরক? দায় কার? উত্তর মেলে না— প্রশ্নের পাহাড় জমে।

গাজীপুর আজ জবাব চায়।
নাগরদোলার নিচে চাপা পড়েছে কেবল ৫ জন না, চাপা পড়েছে আমাদের দায়িত্বশীলতা, প্রশাসনের জবাবদিহি আর মানুষের নিরাপত্তা।

এবার না জাগলে, এরপর হয়তো নাগরদোলার নিচে চাপা পড়বে গোটা শহর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়