
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
"সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে পিএফজি লাকসাম ইউনিটের উদ্যোগে শান্তিপূর্ণ রাজনৈতিক সহঅবস্থান বজায় রাখতে করণীয় নির্ধারণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর (বুধবার) বিকালে লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে পিএফজির অ্যাম্বাসেডর মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
উক্ত গোলটেবিল বৈঠকে আলোচনা করেন লাকসাম পৌরসভা বিএনপি'র সভাপতি ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমদ, লাকসাম পৌরসভা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, লাকসাম পৌরসভা বিএনপি'র সহ-সভাপতি ও পিএফজির এম্বাসেডর আবুল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ও পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, খেলাফত মজলিস উপজেলা আমির মাওলানা আনোয়ার জাহিদ ও হেফাজতে ইসলাম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ উল্লাহ, পিএফজি লাকসাম ইউনিটের অ্যাম্বাসেডর মোঃ সিরাজুল হক, নাজনীন আক্তার নিপা, পিএফজি লাকসাম ইউনিটের সদস্য সাংবাদিক আরিফুর রহমান স্বপন, ডাক্তার আব্দুল মমিন মজুমদার, এন সি পি লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, জাতীয় পার্টি প্রতিনিধি আবুল কাশেম ভূঁইয়া, ইসলামিক ফ্রন্ট লাকসাম উপজেলা আহবায়ক মোঃ মহিউদ্দিন আবেদি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিএফজি সদস্য প্রফেসর আহসান হাবীব। অনুষ্ঠান শেষে লাকসামের রাজনৈতিক দল গুলোর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি ও সারা বাংলাদেশের জন্য শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম প্রতিনিধি মাওলানা মোঃ উল্লাহ।