
তাহের তারেক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তার অভিযোগ, এবারের নির্বাচনে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে গোপন আঁতাত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, “দলীয় ভোট কম ছাত্রদলে, কিন্তু ছাত্রলীগ ও শিবিরের ভোট বেশি। তাই তারা যদি একত্রে নির্বাচন করে, অন্য কারও পক্ষে জয় পাওয়া কঠিন। এ ছাড়া অভিযোগ আছে, অনেকের ভোট অন্যায়ভাবে দেওয়া হয়েছে। তাই এই নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে কিনা—এখনও প্রশ্ন রয়ে গেছে।”
এ সময় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপি নেতা আব্দুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।