
মোঃ কাজল গাজীপুর থেকে
সড়ক মহাসড়কের সুশৃংখলভাবে গাড়ি পরিচালনা ও মাদক সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে অবহিতকরণের লক্ষে গাজীপুর পরিবহন লিমিটেডের চালক ও চালকের সহকারীদের সাথে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর পরিবহন লি: এর আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৪ নং ওয়ার্ড শিমুলতলী বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর পরিবহন লিমিটেড এর পরিচালক মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান (পিপিএম), বিশেষ অতিথি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন, সম্মানিত অতিথি গাজীপুর বিওএফ কর্মকর্তা মোঃ গোলাম খান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলতলী এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ নেওয়াজ। অনুষ্ঠানটি প্রধান আলোচক হিসেবে সঞ্চালনা করেন গাজীপুর পরিবহন লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজ উদ্দিন তাজু।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ (ওসি) মেহেদী হাসান পিপিএম বলেন, আপনারা যদি সকলে সজাগ থাকেন এবং এ টার্মিনালে যদি কেউ মাদক বেচাকেনা করে আপনারা নিজেরা ধরে পুলিশকে খবর দিবেন। তিনি আরো বলেন, কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। যারা সমাজকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিষয়ে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
ওসি আরো বলেন, যারা মাদক সেবনকারী তাদেরকে আপনারা প্রাথমিক ভাবে বুঝাবেন। আর যারা মাদক বিক্রি করে তাদেরকে ধরে পুলিশকে খবর দেবেন। কোন মাদক ব্যবসায়ীদের সাথে আমাদের কোন আপোষ নেই। অত্র এলাকার মাদক ব্যবসায়ীদের কঠোর হতে দমন করা হবে।
ড্রাইভার ও সহকারি চালকদের উদ্দেশ্য করে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন বলেন, নেশা তো দূরের কথা মাদক সেবনকারীদের আশেপাশেও যাবেন না। নেশা আপনার নিজের জন্যেও যেমন ক্ষতিকর, তেমনি পরিবারের জন্য ক্ষতি, অন্যদিকে গাড়ির মালিকদের জন্যও মারাত্মক ক্ষতিকর। নেশাগ্রস্ত ড্রাইভার বা হেলপারদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গাড়ির যাত্রীরা।
তিনি আরো বলেন, কেউ যদি নেশার সাথে সম্পৃক্ততা থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় তা কোনভাবেই বরদাস্ত করা হবে না এবং কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়িও চালাবেন না।
এছাড়া বক্তব্য রাখেন- গাজীপুর বিওএফ কর্মকর্তা মোঃ গোলাম খান, মোঃ আমজাদ নেওয়াজ, মোঃ তাজ উদ্দিন তাজু, আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা চালকদের ব্যক্তিগত জীবন ও যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেশা মুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।
সভায় গাজীপুর পরিবহন লি: এর চালক ও সহকারি চালকসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।