প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে জামায়াত প্রার্থীর প্রচারণা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

মোঃ ফেরদৌস হোসেন উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ। তাং- ১০-০৯-২০২৫ ইং।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমানের নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নওগাঁ-৩ ( বদলগাছী- মহাদেবপুর) এলাকার জমায়াত মনোনিত প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান ও বদলগাছী উপজেলার সাবেক আমীর মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ব্যানার ছিঁড়ার সত্যতা স্বীকার করে বলেন বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার জন্য ০৪ টি ডিজিটাল ব্যানার টাঙানো হয়। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বদলগাছী ফায়ার সার্ভিস অফিসের নিকটবর্তীর ব্যানারটি ছিঁড়ে ফেলে।

এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে  বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোন একটি পক্ষ এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, জামায়াতে ইসলামী সর্বদা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী এবং জনগণের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছে। ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাটি রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলেও তারা মন্তব্য করেন। 
প্রশাসন এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার নিমিত্তে যথাযথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়