
মোঃ মাসেকুর রহমান, বিজয়নগর প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪/০৯/২০২৫ ইং) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর জীবনী আমাদের জন্য অনুসরণীয় ও আদর্শ। তাঁর দেখানো পথেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। হযরত মোহাম্মদ (সাঃ) এর আগমনে সমগ্র বিশ্বে খুশিতে মাতোয়ারা ও রহমত নিয়ে এসেছেন।
উক্ত জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থী এবং হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
উক্ত জশনে জুলুছ ও মিলাদুন্নবীর মাহফিলে নেতৃত্ব দেন দৌলতবাড়ী দরবার শরীফের পীর সাহেব সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ রেজভী
,গাজিয়া উবায়দিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি নুরুল মোস্তফা সাহেব
,মুফতি আবদুল কাইয়ুম ভূইয়া, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা।
,শায়খ আবু বকর আনসারী
সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা।
,পীরে তরিকত দেওয়ান আব্দুল কাদির সিদ্দিকী সাহেব
সিনিয়র সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা।
,পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজী
যুগ্ন সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা।
,মুফতি আবুল কাশেম সাহেব
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
আরও উপস্থিত ছিলেন-পীরে তরিকত আবুল কাশেম মাওলানা আরমান হুসাইন, মাওলানা আবদুল কুদ্দুস ফয়েজী,মুফতি আমিনুল ইসলাম সিরাজী, মাওলানা হাফেজ আল আমিন মাওলানা মোবারক হোসেন মাওলানা ফুজাইল আহমেদ,মাওলানা কাজী মারুফুল ইসলাম আল কাদেরী, মাওলানা শামসুজ্জামান শিকদার,মাওলানা লোকমান হোসেন,মাওলানা সামছুল ইসলাম সিরাজী,,মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সহ অসংখ্য তরুন ওলামা,পীর মাশায়েখ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব স্তরের সুন্নি জনতা। সবশেষে দেশের সব মুসলমানদের জন্য দোয়া করে উক্ত জুলুস শেষ করেন।