প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা।।

সাবেক উপজেলা চেয়ারম্যান,জেলা পরিষদ সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সহ ৫জন গ্রেপ্তার।। 

কাতিক ঘোষ ধামরাই(ঢাকা) থেকেঃ

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ঢাকা জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন সুজন,ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মসি,ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো.আমিনুর রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো.আহাদ নূর গ্রেফতার হয়েছে। সোমবার দিনগত রাত ১২টার দিকে সাভারের আশুলিয়ার নবীনগর ডিইউএসএসের একটি বাসভবন থেকে তাদেরকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.মনিরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক এস.এম. কাউসার সুলতান সহ সঙ্ঘীয় ফোর্স সহ চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় আরও বেশ কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাবেক জনপ্রতিনিধিরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিইউএসএসের ওই বাসভবনে এ সমস্ত অপরাধীরা অবস্থান করে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এদেরকে দশ(১০) দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে ঢাকাস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে ধামরাই থানা পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে এসব আওয়ামী লীগ নেতা-কর্মী

ও সাবেক জনপ্রতিনিধিরা ছাত্র-জনতার আন্দোলন দমাতে তাদের উপর গুলি বর্ষণ,হাত বোমা নিক্ষেপ সহ নানা ধরনের নাশকতার সৃষ্টি করে। 

২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের দিন সকাল ১১টার দিকে ধামরাই পৌর শহরের হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজ চত্তরে এসব আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সাবেক জনপ্রতিনিধিরা তৎকালীন ধামরাই থানার অফিসার ইনচার্জ মো.সিরাজুল ইসলাম শেখ,এস আই পাভেল মোল্লা,এস আই রাজু মন্ডল সহ পুলিশ সদস্যদের সঙ্গে জোটবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার উপর নারকীয় হামলা চালায়। এ সময় পুলিশের বেপরোয়া গুলি বর্ষষণে গুলিবিদ্ধ হয়ে শতশত ছাত্র-জনতা মারাত্মকভাবে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ(নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থা ৩দিন পর ৮ই আগস্ট মৃত্যু বরণ করেন আফিকুল ইসলাম সাদ । এ ঘটনায় দায়েরকৃত হত্যা ও নাশতা মামলায় ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাদ্দেস হোসেন,ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো.মশিউর রহমান মসি, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো.আমিনুর রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আহাদ নূরকে গ্রেফতার করা হয়েছে। 

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা এবং নাশতা মামলায় উপরিউক্ত উল্লেখিত ৫জন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাবেক জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে সাভার উপজেলার আশুলিয়া থানার নবীনগর ডিইউএসএস এর একটি বাসভবন থেকে। মামলা দায়েরের পর থেকে এসব আওয়ামী লীগ নেতা ও সাবেক জনপ্রতিনিধিরা সঙ্গবদ্ধভাবে ওই বাসভবনে আত্নগোপন করে সংগঠিত হতে থাকে ফের নাশকতা সহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই স্থানে থেকে তারা রাষ্ট্র বিরোধী অপতৎপরতা চালানো সহ নানা অপকর্মে লিপ্ত ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ডিইউএসএস এর বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে চেয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়