
মশিয়ার রহমান টিংকু/মহেশপুরঃ
দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো ঝিনাইদহের মহেশপুরেও শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।
শনিবার সন্ধ্যায় উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সরিষাঘাটা বাজারে দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরআলী ফকির। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহানুর আলম।
এছাড়াও সাধারণ সম্পাদক বাবলু মিয়া, ইনছার আলী খান, কালাম সরকার,আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নতুন-পুরাতন সদস্যদের হাতে সদস্যপদ ফরম হস্তান্তর করা হয়।
এসময় দলের সদস্য নবায়নের মধ্য দিয়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।