প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডভোকেট রফিক সিকদারের ওমরাহ সম্পন্ন, সামাজিক অনুষ্ঠান ও রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ

নিউজ ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার সম্প্রতি পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন। গত ২৯ সেপ্টেম্বর তিনি স্ত্রী ও বড় ছেলেকে সঙ্গে নিয়ে সৌদি আরব যান। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় তিনি এ ইবাদতের সফরে অংশ নেন।

রাজনৈতিক অঙ্গনের এই সক্রিয় নেতা ওমরাহ পালন শেষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি সমসাময়িক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনায় অংশ নেন।

এডভোকেট রফিক সিকদার দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি, সমাজ ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আইনের পেশায় থেকে তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয়ভাবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জাতীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার বিশেষ অবদান রয়েছে। শিক্ষা, মানবসেবা ও দুঃস্থদের সহযোগিতায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

দলীয় সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা তার ওমরাহ যাত্রা উপলক্ষে দোয়া করেছেন। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, এ গুরুত্বপূর্ণ ইবাদত শেষে তিনি দেশের রাজনীতিতে আরও বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়