
মোঃ রফিকুল ইসলাম,
নোয়াখালী জেলা প্রতিনিধি;
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে বাগের হাটে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালী ডিসি অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন নোয়াখালী জেলার সাংবাদিকেরা।
এর আগে গত (৩) রা অক্টোবর সাংবাদিক হায়াত উদ্দিনকে রাতে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসী রা গতি পথ রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আঘাত করে।উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে তাঁর মৃত্যু হয়। এর আগে আরে দুই বার তাকে হত্যার চেষ্টা করা হয়।মর্মে পরিবারের দাবি। মাদক এবং নারী বিষয়ে পত্রিকায় নিউজকে কেন্দ্র করে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পুলিশ এ পর্যন্ত (২) আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে এভাবে হত্যা করা সমগ্র সাংবাদিক সমাজের জন্য একটি ভয়ংকর বার্তা। এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বর্বর আঘাত।
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর জামান বলেন, আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে হত্যার মাধ্যমে শুধু একটি জীবন নয়, সত্য ও ন্যায়ের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ তাদের পেশাগত জীবনে প্রতিনিয়ত হুমকি, হামলা ও হত্যার শিকার হতে হচ্ছে। তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়নের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেল দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর জামান,বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু , সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক,সদর উপজেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী চৌধুরী,চাটখিল উপজেলা প্রতিনিধি ইলিয়াস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা হায়াত উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।