শাহ আলম (বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া)।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের ১ম বর্ষ পুর্তি উপলক্ষে রবিবার বাদ মাগরিব পবিত্র আল- কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক সরেজমিন বার্তার কো-এডিটর সূফি লায়ন মোঃ আসিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এড. জাকারিয়া, বিশিষ্ট ব্যাংকার আতাউর রহমান শাহীন, প্রেসক্লাবের দাতা সদস্য মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ আর চিশতি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ, কমরেড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আলেম ওলামা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক সরেজমিন বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ শাহ আলম। উক্ত অনুষ্ঠান পবিত্র আল-কোরআন খতম আদায় করে ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি জন্য মোনাজাত করা হয়৷