প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলার নৌযান আটক নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সমালোচনা কারাকাসের

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী টহলের সময় ভেনিজুয়েলার একটি মাছ ধরার নৌযান আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে কারাকাস।

শনিবার ভেনিজুয়েলার পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নৌযানটিকে অবৈধভাবে আটক ও দখল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে জানান, মার্কিন নৌবাহিনীর ইউএসএস জেসন ডানহাম ডেস্ট্রয়ার শুক্রবার ৯ জন জেলে বহনকারী একটি মাছ ধরার নৌযানকে আটকে ফেলে।

তিনি আরও জানান, যুদ্ধজাহাজ থেকে নামা ১৮ জন সশস্ত্র সেনা নৌযানটিকে টানা আট ঘণ্টা ধরে নিয়ন্ত্রণে রাখে। গিল এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত সামরিক শক্তির অবৈধ ব্যবহার ও সরাসরি উসকানি’ হিসেবে উল্লেখ করেন।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে যাতে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানো যায় এবং কারাকাস সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা যায়। তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান— “ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিপন্ন করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”

এ বিষয়ে এখনো মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়