.jpg)
ডেস্ক রিপোর্ট:
মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের এক উষ্ণ পরিবেশে গোলাপ ফুল ও কলম উপহার দিয়ে বরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার কলেজ অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর পর নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ও কলম তুলে দেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা। ফুল নতুন জীবনের সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক আর কলম জ্ঞানের শক্তি ও আলোর প্রতীক হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনা
নবীনবরণের পর কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী মিলে দিনটিকে উৎসবমুখর করে তোলে।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানের প্রধান অতিথি, কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“তোমরা চাইলেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারো। তোমাদের জ্ঞান, শ্রম ও সততার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। ভালোভাবে পড়াশোনা করবে, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করবে এবং দেশ গঠনে অবদান রাখবে।”
তিনি আরও বলেন,
“তোমরা অনেকেই নবীন ভোটার, আবার অনেকেই শিগগির ভোটার হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা হলো— নবীনদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। তার দেওয়া স্লোগান হলো ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’ তোমাদের সঠিক সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
বিশেষ অতিথিরা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী
জেলা কৃষকদলের সদস্য সচিব ও কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান খান
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেমস
দুপ্রক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমল হুদা ঢালী
মনির হাওলাদার
অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে প্রত্যেকে সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক অবদান রাখতে পারবে।
শিক্ষা ও রাজনীতির বার্তা
যদিও এটি ছিল একটি এক purely শিক্ষামূলক অনুষ্ঠান, তবে অতিথিদের বক্তব্যে রাজনৈতিক আহ্বানও উঠে আসে। বিশেষত প্রধান অতিথি নবীন ভোটারদের রাজনৈতিক চেতনায় সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন এবং দলীয় স্লোগান উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে অতিথি ও শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। তারা বলেন, জ্ঞান, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমকে সঙ্গে নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।