
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলায় অবস্থিত লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৈশ্বিক মানের উচ্চশিক্ষা প্রদান ও গবেষণাধর্মী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের ১৬ই জুন প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে কুষ্টিয়ার গণ্ডি পেরিয়ে সারাদেশে সুনাম অর্জন করেছে। বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন অনুষদে আধুনিক পাঠক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার ও দক্ষ শিক্ষকমণ্ডলী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানকে করেছে অনন্য। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রযুক্তি উদ্ভাবনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান ও সৃজনশীলতায় সমৃদ্ধ হচ্ছে।স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মসংস্থানে অবদান রাখার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের মেধার পরিচয় দিচ্ছে। ফলে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় আজ কুষ্টিয়ার গর্বে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, সরকারের সার্বিক সহযোগিতা ও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এটি শিগগিরই দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে।