
ক্যাম্পাস প্রতিনিধি
ঢাকা কলেজ,ঢাকা।
ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি (DCPS)-এর উদ্যোগে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কলেজের অডিটোরিয়ামে পালিত হলো ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫’। অনুষ্ঠানে আলোচনা সভা, সার্ভে প্রেজেন্টেশন, কবিতা আবৃত্তি ও বিশেষ ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডা. আখতারা বানু এবং সহকারী অধ্যাপক নাজমুন নাহার।
আয়োজনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ডকুমেন্টারি ভিডিও, যেখানে স্পষ্টভাবে ফুটে ওঠে যে আত্মহত্যা কোনো সমস্যার শেষ সমাধান নয়। ভিডিওতে আত্মহত্যার পেছনের নানা কারণ—মানসিক চাপ, পারিবারিক সংকট, সহপাঠীদের বুলিং এবং একাকিত্বের মতো বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিরোধের উপায় হিসেবে বন্ধুর সহায়তা, পারিবারিক সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার গুরুত্ব সামনে আনা হয়। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করেন এবং পরবর্তীতে এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিসিপিএস সভাপতি আহমেদ আরাফাত ফারদিন বলেন, “আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার অভ্যাস তৈরি করা। যেন কেউ একাকিত্বে ভেঙে না পড়ে, বরং জানে তার পাশে বন্ধু, পরিবার ও সহপাঠীরা আছে।”
এ আয়োজনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। গান, কবিতা ও আলোচনা মিলিয়ে আয়োজনে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, তবে মূল বার্তা ছিল স্পষ্ট - জীবনই সবচেয়ে বড় সম্ভাবনা,আত্মহত্যা কোনো কিছুর শেষ উত্তর নয়