প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত: ‘এদের নামে ভোট দেওয়া হতো’ — সিইসি

কে এম সুজন 

ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদে সাড়ে ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করেছে, যাদের নামে পূর্বে ভোট দেওয়া হতো। তিনি বলেন, “আমরা এসব নাম ভোটার তালিকা থেকে বাতিল করেছি।”

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমরা সবাই মিলে আগামী জাতীয় নির্বাচন করতে চাই। এই নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে তা সামাল দেওয়া সম্ভব নয়। এই নির্বাচনই ভবিষ্যৎ বাংলাদেশের রূপ নির্ধারণ করবে।”

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। “আগে পুরুষের তুলনায় নারী ভোটার প্রায় ৩০ লাখ কম ছিল। কিন্তু এবার সচেতনতামূলক প্রচারণায় মহিলারা দলে দলে এসে নিবন্ধন করেছেন,” বলেন সিইসি।

ইসির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও আধুনিক করতে কাজ করছি। পোস্টাল ব্যালট ও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাও আমরা বাস্তবায়নের পথে।”

প্রবাসী ভোটারদের বিষয়ে তিনি বলেন, “অনেক প্রবাসী জানিয়েছেন, তারা ভোট দিতে চান। আমরা বিশেষজ্ঞদের সহযোগিতায় ডিজিটাল ও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বের করেছি।”

মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, “মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলোই নির্বাচনের মূল অংশীদার। মতামত গঠন ও সচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। ভোটাররা যেন আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।”

সভায় চার নির্বাচন কমিশনার, ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজ।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির পরবর্তী সংলাপ অনুষ্ঠিত হবে। এর পর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এবং জুলাই যুদ্ধাদের সঙ্গেও বসবে নির্বাচন কমিশন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে ইসির প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়