প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীদের দক্ষতা উন্নয়নে সিভিল ল’ ফাউন্ডেশনের কর্মশালা, সম্মাননা পেল ১৪তম ব্যাচ

আসিফ মল্লিকঃ

রাজধানীতে সিভিল ল’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মশালা-২০২৫ এ অংশগ্রহণকারী ১৪তম ব্যাচের আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় আইন শিক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অ্যাডভোকেট জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় নবীন ও অভিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। কর্মশালায় তারা অভিজ্ঞতা শেয়ার করেন এবং হাতে সম্মাননা স্মারক গ্রহণ করে গর্বিত বোধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল ল’ ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন—
“আইন শিক্ষার প্রসারে যারা কাজ করছেন, তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। তরুণ প্রজন্মকে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং কোর্ট প্র্যাকটিস, গবেষণা ও পেশাগত দক্ষতার মধ্য দিয়ে প্রস্তুত করতে হবে। এজন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা হচ্ছে।”

কর্মশালার আলোচনায় বক্তারা সিভিল আইন পেশায় সততা, সময় ব্যবস্থাপনা, ক্লায়েন্ট হ্যান্ডলিং, আইনি খসড়া তৈরি, যুক্তিতর্ক এবং কোর্ট প্র্যাকটিসের গুরুত্বের ওপর আলোকপাত করেন।             
সিভিল ল ফাউন্ডেশন এর অন্যতম শিক্ষার্থী বর্তমান নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ আরো বলেন। সিভিল ল ফাউন্ডেশন আয়োজিত সময় উপযোগী কোর্সটি সকল তরুণ আইনজীবীদের প্রশিক্ষণ নেওয়া উচিত তাহলে বাংলাদেশের সকল সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
তরুণ আইনজীবী ফাতিহুন নূর প্রীতি  জানান, এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ করে দিচ্ছে।

আরেকজন শিক্ষার্থী মোঃ তাহ্ মিনুর রহমান সজিব  বলেন—
“নতুন আইনজীবীদের জন্য এটি বড় সুযোগ। সম্মাননা পেয়ে গর্বিত বোধ করছি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা পেলাম।”

অ্যাডভোকেট সুকান্ত বিশ্বাস বাংলাদেশ সুপ্রিম কোর্ট  জানান—
“এই কর্মশালা শুধু বইয়ের বাইরে এনে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। কোর্ট রুমের কাজ থেকে শুরু করে আইন পেশার নৈতিকতা—সবকিছু শিখতে পেরেছি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  এনামুল হক, এপিপি, অ্যাডভোকেট মোঃ জুনাইদ, চট্টগ্রাম বার, অ্যাডভোকেট মোঃ দিলওয়ার হোসেইন, সিলেট বার, মোঃ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মামুনুর রশিদ, সৃজনশীল কর্মকাণ্ডের জন্য দু’বার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো অ্যাডভোকেট মোঃ ইমরান শরীফসহ আরও অনেকে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষানবিশ আইনজীবী এ এস এম হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালু থাকলে তরুণ আইনজীবীরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সব মিলিয়ে, সিভিল ল’ ফাউন্ডেশনের এই কর্মশালা তরুণ আইনজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ। সম্মাননা স্মারক-২০২৫ পাওয়া অংশগ্রহণকারীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ স্বীকৃতি ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়