
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ।
ঢাকা মহানগরের সাত সরকারি কলেজকে সমন্বিত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয় এবং অংশীজনদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত মতামত দেওয়ার আহ্বান জানানো হয়।
অধ্যাদেশের খসড়ায় উল্লেখ আছে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে এবং সকালবেলা পরিচালিত হবে ইন্টারমিডিয়েট শ্রেণির কার্যক্রম। খসড়ায় আরও বলা হয়েছে, “উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজসমূহের বিরাজমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ণ থাকিবে।” এছাড়া ২(ক) ও ২(খ) ধারায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ও কর্মচারী ইস্যুতে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া খসড়া ছড়িয়ে দেওয়া হয়, যেখানে ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ও কর্মচারীদের স্বার্থ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছিল। কর্তৃপক্ষ এটিকে শিক্ষা সিন্ডিকেটের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন কলেজ ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আন্দোলন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনার্স ও ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
সরকারি বাঙলা কলেজে বুধবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, কিছু শিক্ষক শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়ে উসকানি দিয়েছেন, যার ফলে দুই পক্ষ মুখোমুখি অবস্থায় দাঁড়ায়।
ইতোমধ্যে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যুক্ত হয়েছে। ফলে ইন্টারমিডিয়েট পর্যায়ের অনেক শিক্ষার্থী ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
অধ্যাদেশের খসড়া নিয়ে লিখিত মতামত পাঠানো যাবে ই-মেইলে ([email protected]) অথবা ডাকযোগে সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর।