
কুষ্টিয়া প্রতিনিধি : এস এম বাদল
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ড ও চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১৯০ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে ভিডব্লিউবি কার্ড ও চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোঃ তৌহিদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাফিজ তপন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ। এর মধ্যে ছিলেন—সদস্য মোঃ কারিবুল ইসলাম রনি (১নং ওয়ার্ড), মোঃ বাবু হোসেন (২নং ওয়ার্ড), মোঃ এনামুল হক (৩নং ওয়ার্ড), মোঃ জহুরুল ইসলাম মন্টু (৪নং ওয়ার্ড), মোঃ আজমল হোসেন (৫নং ওয়ার্ড), মোছাঃ সাহিন আক্তার শান্তি (৬নং ওয়ার্ড), মোঃ মোজাফ্ফর হোসেন (৭নং ওয়ার্ড), মোঃ মনজুর আহমেদ ভুট্টো (৮নং ওয়ার্ড), মোঃ হানিফ শাহ (৯নং ওয়ার্ড), মোছাঃ সুজাতা খাতুন (সংরক্ষিত ১,২,৩), মোছাঃ তাহেরা খাতুন (সংরক্ষিত ৪,৫,৬) ও মোছাঃ শেফালী খাতুন (সংরক্ষিত ৭,৮,৯)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছে এবং সবসময় থাকবে। কার্ড বিতরণে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে কোনো অনিয়ম না ঘটে।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “কার্ডধারী নারীরা নিয়মিত এই চাল পেয়ে উপকৃত হবেন। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
বক্তারা সরকারের এই উদ্যোগকে অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, এই কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর জন্য হবে আশীর্বাদস্বরূপ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শত শত সাধারণ মানুষ উপস্থিত থেকে এ কর্মসূচি প্রত্যক্ষ করেন এবং সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।