প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জলাশয় উদ্ধারে বিএনপির মানববন্ধন

রাকিব ইদ্রিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জলাশয় সংরক্ষণ ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা ঢাকা-১৮ আসনের অন্তর্গত লেক ও খালসমূহ পুনঃখনন, দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্থানান্তর এবং জনস্বার্থে সবুজায়ন বৃদ্ধির দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “ঢাকার জলাশয়গুলো আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ দখল ও দূষণের কারণে খাল-লেকগুলো আজ মৃতপ্রায়। পরিবেশ রক্ষায় এগুলো সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। এজন্য দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ এবং দুই তীর সবুজায়নের মাধ্যমে প্রকৃতি ও নগরবাসীকে রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “ঢাকা-১৮ আসনের জলাশয়গুলো পুনরুদ্ধার হলে শুধু পরিবেশ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও অনেক সহজ হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে খাল ও লেক পুনঃখনন করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।”

মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়