.jpeg)
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবু সালমান
লক্ষ্মীপুরের রামগতিতে মোহনা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চর নেয়ামত গ্রামের রফিক উল্যার মেয়ে এবং চর পোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাখায়েত উল্যা বাবু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোহনার বাবা-মা কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। মা পাশের পুরোনো বাড়িতে গেলে, একাকী অবস্থায় মোহনা নিজের রুমে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে তার মা ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং মৃত ভেবে দেহ নিচে নামিয়ে ফেলেন। জানা গেছে, মোহনা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন,
> “আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”