
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের কার্যকরী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আশরাফুল হক রাইহান।
শনিবার (৪ অক্টোবর) রাতে বুটেক্স বিজনেস ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন কার্যকরী কমিটি ২০২৫-২৬ ঘোষণা করেন৷
কার্যকরী কমিটির সহ-সভাপতি হয়েছেন নাজমুস সাকিব অয়ন, অন্বয় দেবনাথ, মো.আবু রায়হান প্রান্ত, অর্পন সাহা, তাসমিয়া বিনতে ফাইজুর, হায়াতুন বিনতে হাই ত্বোয়া, জুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সৌমিক হাসান তরফদার, এস.এম. মুনতাসির ও মুশফিক আহমেদ।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম বলেন, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বুটেক্স বিজনেস ক্লাব পরিবারের প্রতি, আমাকে ২০২৫-২৬ কার্যবছরের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য এবং নতুন কমিটির সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আগের কমিটিতে ডিরেক্টর (অ্যাডমিন) হিসেবে কাজ করার সময় আমি দেখেছি—এই ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বুটেক্স শিক্ষার্থীদের নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার এক অসাধারণ প্ল্যাটফর্ম।
নতুন দায়িত্বের এই শুরুতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে মিলে এই ক্লাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আমাদের লক্ষ্য থাকবে—সৃজনশীলতা, পেশাগত প্রস্তুতি এবং দলগত চেতনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক জগতে প্রস্তুত করা।
আমি আগের কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের প্রচেষ্টায় ক্লাবটি আজকের এই অবস্থানে পৌঁছেছে। নতুন কমিটি হিসেবে আমরা তাদের অর্জনের ওপর দাঁড়িয়ে আরও বড় সাফল্য গড়া এবং ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।
সবশেষে, আমি প্রত্যেক বুটেক্সিয়ানকে আহ্বান জানাই আমাদের সঙ্গে থেকে শেখা, বেড়ে ওঠা ও নেতৃত্বের এই যাত্রায় অংশ নিতে।
সাধারণ সম্পাদক আশরাফুল হক রাইহান বলেন, 'বুটেক্স বিজনেস ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। এই সীমিত সময়ের কমিটিতে আমার লক্ষ্য থাকবে প্রতিটি দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা এবং ক্লাবের কার্যক্রমে নতুনত্ব ও সৃজনশীলতার ধারা বজায় রাখা।
আমি বিশ্বাস করি, একসাথে কাজ করার মাধ্যমেই বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাই টিমওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং বিজনেস ক্লাবকে এমন এক প্ল্যাটফর্মে উন্নীত করা, যা কেবল বুটেক্সের ফেস ভ্যালু বাড়াবে না, বরং এখান থেকে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।”
উল্লেখ্য, টেক্সটাইল ইন্ডাস্ট্রির চলমান ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনাকে কেন্দ্র করে বুটেক্স বিজনেস ক্লাব নিয়মিতভাবে ‘টেক্সবিজ’, ‘টেক্সপ্রেস’সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে কাজ করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে থাকে ক্লাবটি।