প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাব পাবনার মতবিনিময় সভা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত

হৃদয় হোসেন নিরব :

ভোক্তাদের অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ সংগঠন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় কুমার বীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম।

সভাপতির বক্তব্য দেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।

আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল, মহিলা বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন এবং সদস্য সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ। 

কুইজ প্রতিযোগিতা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু -
আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি প্রধান আলোচক হিসেবর বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন” শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন।

প্রতিযোগিতায়— প্রথম ৫ম শ্রেণির  আদিবা নুজহাত আরশী, 

দ্বিতীয় ৭ম শ্রেণীর  সাদীয়া আক্তার দোলা এবং তৃতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণীর জান্নাতুল মাওয়া রাওয়া।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকী, ক্যাব সদস্য মহিমা বিশ্বাস মাহী, পাবনা পৌর সংরক্ষিত ৪/৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারা রহমান আনু, মাদ্রাসার সকল শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাছিয়া জান্নাত।

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশে ভোক্তা আন্দোলনের পথিকৃৎ সংগঠন, যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজার ব্যবস্থা, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। পাবনা জেলা শাখার সাপ্তাহিক এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়