
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে শতাধিক সুপারির চারা রোপণ করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হলের দক্ষিণ-পূর্ব পাশে এসব চারা রোপণ করা হয়। এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, শাখা কর্মকর্তা খেজের আলী, সাধারণ কর্মচারী ফকির আলী, শামীম হোসেন, আব্দুল্লাহ মিঠু ও মালি বকুল হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাছ। আমাদের ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। এখন গাছ লাগানোর উপর্যুক্ত সময়। যার ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা আজ একশো সুপারির চারা রোপণ করেছি। এসময় তিনি সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ জানান।