
মিলন শেখ :
গাজীপুর সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারী ও তাঁর ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করেছে একই এলাকার প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় মা–ছেলেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার বি.কে. বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত সেলিনা আক্তার (৪৮) সোমবার (৬ অক্টোবর) জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত সেলিনা আক্তার মৃত ইব্রাহিম সিকদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিনার জমিতে প্রবেশ করে সিমেন্টের পিলার বসাতে থাকে।
এ সময় বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সেলিনা আক্তারকে বেধড়ক মারধর করে। অভিযুক্তরা হলেন স্থানীয় শহিদুল্লাহ (৫৫) ও তাঁর ছেলে নাজমুল আলম ওরফে নয়ন (৩৫), এছাড়া মৃত আব্দুল সাত্তার মাস্টারের দুই ছেলে সিরাজুল হক (৫৪) ও আজিজুল হক (৫২)সহ আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযোগে সেলিনা আক্তার আরও জানান, হামলার সময় নাজমুল আলম নয়ন তাঁর পায়ে দাঁ দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে শামীম (২৬)–এর ওপরও হামলা চালানো হয়। এতে মা–ছেলে উভয়েই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে অভিযুক্ত শহিদুল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো সেলিনার পরিবারের লোকজনই আমার ছোট ভাই সিরাজুল হককে মারধর করে আহত করেছে। এখন সে হাসপাতালে ভর্তি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।