প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে পাটের গোডাউন ঘরে দুর্ধর্ষ চুরি

মোঃ ফেরদৌস হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ। তাং ০৬-১০-২০২৫ ইং।


নওগাঁর বদলগাছীতে মেইন রাস্তা সংলগ্ন মেসার্স মা ট্রেডার্স নামের এক স্বত্বাধিকারীর পাটের গোডাউন ঘরে গভীর রাতে প্রায় ৩০ মণ পাট চোরেরা চুরি করে যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। 


গত ০৫-০৬-২০২৫ ইং তারিখ রবিবার দিবাগত রাতে উপজেলার আধাইপুর ইউপির সেনপাড়া ব্রাক অফিস সংলগ্ন পাটের গোডাউন ঘরে চোরেরা কৌশলে তালা খুলে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটায়। 


স্থানীয় সূত্র জানায়, গভীররাতে কে বা কাহারা পাটের গোডাউন থেকে পাট চুরি করে নিয়ে যায়। আমরা এলাকার লোকজন সকালে উঠে দেখি রাস্তায় খাতা পত্র ও পাটের আংশিক অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং গোডাউনের কাছে গিয়ে দেখি গোডাউনের তালা খোলা অবস্থায় ঝুলিয়ে আছে। এমতাবস্থায় আড়ৎদার স্বপনকে ফোন দিয়ে চুরির বিষয়টি জানানো হয়। 

স্বত্বাধিকারী স্বপন জানান, আমিসহ আরো দুইজনের অংশীদারিত্বে দীর্ঘদিন ধরে গোডাউনটি ভাড়া নিয়ে ধান-পাটের ব্যবসা পরিচালনা করে আসছিলাম, আজকে সকালে ঘরের মালিক ফোন করে চুরির বিষয়টি আমাকে অবগত করে, আমি এসে দেখি গোডাউনের তালা খোলা এবং রাস্তায় হিসেবের খাতা পত্র ছড়িয়ে পড়ে আছে। গোডাউনের ভিতরে গিয়ে দেখি সংরক্ষিত পাটের প্রায় ৩০ মণের মতো চুরি গেছে, যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

তিনি আরো জানান, গত বছরেও তাহার দোকানে চুরি হয়েছিল, কিন্তু প্রসাশন এখনো চোরকে ধরতে পারেনি এমতাবস্থায় পুনরায় আবার চুরির ঘটনা ঘটলো। 


গোডাউন ঘরের মালিক মুকুল বলেন, মেইন রাস্তায় সবসময় পুলিশের টহল থাকার কথা, কিন্তু তারপরও চুরির ঘটনা ঘটছে, পুলিশ প্রসাশনের সঠিক তৎপরতার অভাবেই বদলগাছীতে একের পর এক চুরির ঘটনা লেগেই আছে। আমরা জনসাধারণ অনেকটাই শঙ্কিত এমন চুরির ঘটনায়। 

জানতে চাইলে বদলগাছী থানার উপ-পরিদর্শক আ. আলিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং আইনি তৎপরতা অব্যহত রয়েছে।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, উক্ত চুরির ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পুলিশি তদন্ত চলমান রয়েছে, চোর যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়