
আবুল হোসেন-স্পেশাল করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সিংগাইরে বসতভিটার ১০ ইঞ্চি জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই, চাচাত ভাই ও ভাতিজার হাতে হানিফ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই বাচ্চু বেপারিকে (৬০) আটক করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।
নিহত হানিফ ওই এলাকার মৃত এলা বেপারির ছেলে। তিনি কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ বেগম ও মমতাজ চক্ষু হাসপাতালের গাড়ির ড্রাইভার ছিলেন। অপরদিকে বড় ভাই বাচ্চু মিয়া মন্ত্রণালয়ের সচিবের ড্রাইভার ছিলেন। তবে তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত।
স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হানিফ তার বড় ভাই বাচ্চু বেপারি (৬০) ও অন্যান্য জমিদারের সঙ্গে জমি পরিমাপ করেন।কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই বাচ্চু বেপারি এবং চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন (২৬) ও জাহাঙ্গীর বেপারি (২০) দেশী অস্ত্র (কাতরা) দিয়ে তাকে আঘাত করেন।
আহত হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হানিফের স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীর খুনি ভাসুর বাচ্চুর ফাঁসি চাই। তা না হলে আমাকে, আমার দুই মেয়ে ও ছোট ছেলে সন্তানকে ও মেরে ফেলবে।’
নিহতের মেয়ে বলেন, ‘মাত্র ১০ ইঞ্চি জায়গার জন্য আমার চাচা বাচ্চু অনেক দিন ধরেই পরিকল্পনা করছে, আজকে বাড়িতে একা পেয়ে লোকজন ভাড়া করে টেঁটা দিয়ে আমার সামনেই বাবাকে হত্যা করে। অথচ তিনি ঐ জমি পাবেন না। আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।’
সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’