
তাহের তারেক
আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় গোপনে পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক নগদ টাকা, জুয়ার তাস এবং অন্যান্য আলামতসহ ৯ জন পেশাদার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসে আসছিল।
অভিযানে অংশ নেওয়া পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে অভিযানে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়, পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, জুয়ার আসর থেকে মোট ৯,০৬,৭৩০/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে ১০০০ টাকার নোট ৫২৬টি, ৫০০ টাকার নোট ৭৪৮টি, অন্যান্য মূল্যমানের নোটও উদ্ধার করা হয়েছে।
এছাড়াও মোট ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়, প্রতিটি বান্ডেলে ৫২টি করে তাস ছিল।
আটক কৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় গোপনে জুয়া পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় দুইজন স্বাক্ষী, পুলিশের একাধিক সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।