
জুনায়েদ কামাল - ব্যুরো চীফ
নোয়াখালী সদর উপজেলার হায়দার মিয়ার হাট বাইতুল উলুম কারীমিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের প্রশিক্ষণ মূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) রাতে উপজেলার হায়দার মিয়ার হাট বাইতুল উলুম কারীমিয়া মাদ্রাসার হলরুমে এ প্রশিক্ষণ মূলক সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় বাইতুল উলুম কারীমিয়া মাদ্রাসার শিক্ষা-সচিব মুফতী ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইতুল উলুম কারীমিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি মুহাম্মদ আলী জুয়েল। আফ্রিকান প্রবাসী মোঃ গোলাম ফারুক। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল আজীম। প্রিন্সিপাল আবুল বাশার। লন্ডন প্রবাসী মোঃ কাজল ও বাঁধের হাট কলেজ এর শিক্ষক মোঃ মাসুদ সহ আরো অনেক। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার সকল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে বাইতুল উলুম কারীমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নাল আবেদীন এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।