
হাফিজুর রহমান গাজীপুর
গাজীপুরের টঙ্গীর টিএসএস মাছিমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড় কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে মনোরঞ্জনের মালিকানাধীন ‘মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার’ নামক একটি কাপড় কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার ভেতরে রক্ষিত কাপড়ের রোল, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনারী। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো: শাহিন আলম জানিয়েছেন, কারখানার একটি লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা যাবে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডে কারখানার সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, সঠিক সময়ে ফায়ার সার্ভিস না পৌঁছালে ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।