
কুষ্টিয়া প্রতিনিধি এস এম বাদল///
এ উপলক্ষে অক্টোবর মাসের ১৭,১৮ ও ১৯ তারিখ রোজ, শুক্র, শনি ও রবিবার তিন দিনব্যাপী লালন শাহের আখড়াবাড়ির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে লালন মেলা। এই মেলা শুধু কুষ্টিয়া বাসীর মিলন মেলা নয় বরং দেশ-বিদেশের লালন ভক্তদের মিলন মেলা। কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে শত শত ভক্ত-অনুসারীরা দূর-দুরান্ত থেকে আসেন মেলাকে পূর্নতা দিতে। কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে অসংখ্য দোকান মেলার পরিবেশে উৎসব মুখর করে তোলে।