
মো: আসাদুজ্জামান, রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ এক শিল্প দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে হাসান (১৭) নামের এক কিশোর (নিটিং) শ্রমিক। শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে কোনাবাড়ীর রেন্ড ড্রপ নিটিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের দাদা আব্দুর রশীদ ভুঁইয়া জানান, হাসান প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে কর্মস্থলে যান এবং রাত ৩টার কিছু আগে জানতে পারেন কারখানায় দুর্ঘটনা ঘটেছে।
পরে কর্তৃপক্ষ হাসানকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৪টার দিকে হাসানের মরদেহ আনা হয় এবং বিকাল ৫টায় জরুন পিয়ারা বাগান গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
নিহত হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুহুদী গ্রামের মানিক ভুঁইয়ার ছেলে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকার মামুনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, “প্রশিক্ষণবিহীন শিশু শ্রমিক, ত্রুটিপূর্ণ মেশিন আর মালিকপক্ষের অবহেলার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
এই বিষয়ে সংবাদকর্মীরা কারখানায় গেলে কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) আসিফ ইকবাল বলেন, “কারখানায় ডিউটির সময় হাসানের ঘুম ঘুম ভাব ছিলো। অসাবধানতাবশত সে মেশিনের ভিতরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” নিহতের পিতা মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।