
রাকিব ইদ্রিস
নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী কে এম মামুনের। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার পরিবার, স্বজন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে উদ্ধারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মামুনের স্ত্রী খাদিজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ তার বাবার কথা জিজ্ঞেস করে। আমার স্বামীকে কেন গুম করা হলো? আমি প্রশাসনের কাছে আমার স্বামীকে ফেরত চাই।”
মামুনের বৃদ্ধ বাবা-ও সন্তানকে ফিরে পেতে আকুতি জানান।
আন্দোলনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমরা চব্বিশ-পরবর্তী বাংলাদেশকে গুম-খুনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অবশ্যই কে এম মামুনকে উদ্ধার করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির সাবেক মূখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, “মামুন ভাইয়ের গুম হওয়া মানে পুরো জুলাই আন্দোলনের ওপর আঘাত। আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি—২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিএনএস সেন্টার ঘেরাও করা হবে।”
উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকায় নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কে এম মামুন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের সময় উত্তরার রাজপথে সক্রিয় ছিলেন।