.jpeg)
বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৬০ বছর বয়সী এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ সংলগ্ন কুদ্দুছ মিয়ার বাড়ীর পাশে কাচা রাস্তার ঝোপ থেকে এই বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী। তিনি জানান, "দিবাকালীন(মোবাইল-৩) ডিউটি করাকালে এসআই (নি:) প্রবোধ দাশ অজ্ঞাতনামা লশের সংবাদ পেয়ে তাকে অবহিত করলে সাথে সাথে তিনি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ (নারী ফোর্স সমেত) ঘটনাস্থলে উপস্থিত হউন। মহিলার মরদেহের বিষয়টি জেলা পিবিআই, সিআইডি টিমকে অবহিত করিলে তাহারা ঘটনাস্থলে উপস্থিত হইয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করেন। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া মৃত দেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।