
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - ২০২৫ আয়োজন উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি সিভিল সার্জন এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করে তথ্য অফিস। সভা থেকে জানানো হয়, দুই ধাপে জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম করা হবে। প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ১ লাখ ২২ হাজার ৬৮৬ জনকে এবং দ্বিতীয় ধাপে কমিউনিটি ভিত্তিক ৪৪ হাজার ৬৮১ জন শিশুকে টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে প্রায় ১ হাজার ৯শ’টি।
কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
বক্তারা বলেন ,দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে উপস্থিত সকলের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এজন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।